গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে সাদুল্যাপুর প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাদুল্যাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ন আহবায়ক মেহেদি হাসান রিগ্যান। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক এ্যাডভোকেট ইস্তেকুর রহমান সরকার। অন্যান্যের মধ্যে আলোচনা করেন জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য শাহজাহান সোহেল, পলাশবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক ওয়ারিছুর রহমান মন্টু, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য শাহীন খন্দকার, আবদুল হাই, রেজাউল করিম, সোহেল আল মামুন, শ্রী মানিক চন্দ্র বিশ্বাস, এটিএম জুয়েল মিয়া, সুমন মিয়া ও আজিজুর রহমান জুয়েল প্রমুখ।