গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় পুকুরের পানিতে পড়ে সুমাইয়া খাতুন (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ওই শিশু ফরিদপুর ইউনিয়নের সাবেক তাজপুর গ্রামের ছাদেকুল ইসলামের কন্যা।
পারিবারিক সুত্রে জানা যায়, গতকাল দুপুরে সুমাইয়া খাতুন খাওয়া শেষে সাথীদের সঙ্গে খেলতে যায়। পরে নিখোঁজ হলে খোঁজা-খুঁজির এক পর্যায়ে বিকেলে বাড়ির পার্শ্বের মোরশেদ আলীর পুকুরে সুমাইয়া খাতুনের ভাসমান লাশ দেখতে পাওয়া যায়।
সাদুল্যাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরহাদ ইমরুল কায়েস জানান, এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।