গাইবান্ধা প্রতিনিধিঃ সাদুল্যাপুর উপজেলার চিহ্নিত খাস জমি উদ্ধার ও প্রকৃত ভুমিহীন বাস্তাহারাদের অধিকার আদায়ের লক্ষে জাতীয় কৃষক সমিতির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জামালপুরের নাগবাড়ীর বাজারে এ সভার আয়োজন করেন জাতীয় কৃষক সমিতি, জামালপুর ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ। সভায় সভাপতিত্ব করেন, অত্র সংগঠনের জামালপুর ইউনিয়ন শাখার সভাপতি আব্দুস সালাম। এসময় বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক প্রণব চৌধুরী খোকন, সাদুল্যাপুর উপজেলার শাখার সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মন্ডল, জামালপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক এলানুর রহমান ও সদস্য এশরাফ আলী ও সাংবাদিক ছামছুল হক কাজল প্রমূখ।