বৃহস্পতিবার ভারতের নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ফল প্রকাশ হয়েছে। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় রামনাথ কোবিন্দকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার লন্ডনে অবস্থানরত খালেদা জিয়া সংবাদ মাধ্যমে বিবৃতি পাঠিয়ে তাকে এই অভিনন্দন জানান।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান আরটিএনএনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পৃথক এক বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ভারতের নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন।
বিবৃতিতে বিএনপির চেয়ারপারসন ও মহাসচিব ভারতের নতুন রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।
পাশাপাশি ভ্রাতৃপ্রতীম দেশ ভারতের জনগণের জন্যও শুভকামনা জানিয়েছেন বিএনপির দুই শীর্ষ নেতা।