গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়িতে গতকাল বৃহস্পতিবার দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রউফ মিয়া (২৬) নামে যুবকের মৃত্যু হয়েছে। ঘরের মধ্যে থাকা টেলিভিশনের বিদ্যুৎ সংযোগ ঠিক করতে গিয়ে আব্দুর রউফ বিদ্যুাতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। নিহত আব্দুর রউফ উপজেলার উদাখালী ইউনিয়নের পূর্ব ছালুয়া গ্রামের মৃত এলাহী বকসের ছেলে। বিদ্যুতায়িত অবস্থায় বাড়ির লোকজন আব্দুর রউফকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।