ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরাম হত্যা মামলার অন্যতম আসামি সোহেল র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।
রবিবার গভীর রাতে বিরিঞ্চি গ্রামের হ্যাঙ্কার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহেলের বাড়িও একই গ্রামে বলে জানা যায়।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়েত জামিলের জানান, বিরিঞ্চি এলাকায় ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে র্যাব সদস্যরা সেখানে গেলে ‘ডাকাতরা’ র্যাবকে লক্ষ করে গুলি ছুঁড়লে র্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে সোহেল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন।
ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার ও গুলি উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে র্যাব।
ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ খান চৌধুরী জানান, নিহত সোহেল ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক হত্যা মামলার আসামি। তার বিরুদ্ধে এই হত্যাসহ আটটি মামলা ছিল।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।সূত্র- আরটিএনএন