আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘আদালতের অনুমতি ব্যতীত বিদেশ গিয়ে খালেদা জিয়া দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। এই কারণে তাকে দেশে এনে গ্রেপ্তার করা হোক।’
মঙ্গলবার জাতীয় শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ৩৯তম বর্ষপূর্তিতে ‘বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টিতে বিএনপি একটি সন্ত্রাসী রাজনৈতিক দল’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বেগম জিয়া যে লন্ডনে বসে আইএসের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন সেই তথ্য আমাদের কাছে আছে। তিনি সন্ত্রাসী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করে গভীর রাতে তারেক জিয়ার বাসায় ফেরেন। খালেদা জিয়া লন্ডনে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে নীল নকশা করছেন।’
তিনি বলেন, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে জামায়াতে ইসলামীসহ বেশ কয়েকটি জঙ্গীবাদী সংগঠন রয়েছে। জামায়াতে ইসলামী ছাড়াও বিএনপি জোটে বেশ কয়েকটি দল রয়েছে যে দলের নেতা কর্মীরা আফগানিস্তানসহ বিভিন্ন দেশে জঙ্গীবাদী কর্মকান্ডের সাথে জড়িত ছিল।
তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় থাকার সময় ২০ দলীয় জোটের ওই শরিকরাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশে ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা চালিয়েছিল। তারাই দেশব্যাপী সিরিজ বোমা হামলা চালিয়ে দেশের নিরীহ মানুষকে হত্যা করেছিল।
তিনি বলেন, বিএনপি সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে অনেক আগেই তার রাজনৈতিক চরিত্র হারিয়ে ফেলে সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয়। কানাডার ফেডারেল কোর্টের রায়ের মাধ্যমে তা পরিষ্কার হয়ে গেছে।