গাইবান্ধা প্রতিনিধিঃ সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট মধ্যপাড়া গ্রামে সামান্য ১টি আমের আটি’ নিক্ষেপ করা’কে কেন্দ্র করে দু’পক্ষের থেকে থেকে ৩ দফা সংঘর্ষে ১ মহিলাসহ ৭ জন গুরুতর রক্তাক্ত যখম হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। প্রত্যাক্ষদক্ষিরা জানান, গত সোমবার একই গ্রামের অবসর প্রাপ্ত পুলিশ সদস্য ফজল উদ্দিন সরর্দারের পুত্র লিটন সর্দারের বাড়ীর আঙ্গীনায় কে বা কাহারা ১টি আমের আটি নিক্ষেপ করে এরই জের ধরে প্রতিবেশি বয়বৃদ্ধ উজালী বেগম (৬০) নামে ১ মহিলাকে মার পিট করে তার মুখের দাত ভেঙ্গে দেন লিটনগংরা, এরই জের ধরে সোমবার বিকালে ধাপেরহাট বন্দরে লিটনকে ধাওয়া করে উজালী বেগমের লোকজন। এক পর্যায়ে পুলিশের সহায়তায় লিটন প্রানে রক্ষা পায়। লিটন বাড়ীতে গিয়ে মঙ্গলবার দুপুরে প্রতিশোধ নেয়ার জন্য ধারালো অস্ত্র নিয়ে প্রতিপক্ষের উপর হামলা চালায় এ হামলায় গুরুত্বর রক্তাক্ত যখম হয় মফিজ উদ্দিন (৬৮) একরামুল হক (৩৫) রাজু (৩০) উজ্জল (২৮) ¯^পন (২০)। আহতরা সবাই চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। অপরদিকে লিটন গংদের আহত হয়েছেন লিটনের বড় ভাই শিক্ষক টিওন সর্দার (৪০) তিনি সাদুল্লাপুর হাসপাতালে ভর্তি হয়েছেন। ভূক্তভোগী আহতদের পরিবার সূত্রে জানাগেছে ৬ জনের মধ্যে দু’জনের শরীরের রগ,ও হাড়কাটা গেছে। ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মতিউর রহমান জানান,এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দায়ের করেন নাই।