সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধিঃ সাদুল্যাপুর উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠত হয়েছে। শুক্রবার সাদুল্যাপুর পাইলট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের আহবায়ক রেজোয়ান হোসেন সুজন। যুবদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রাজু ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের পরিচালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খাঁন বাবু। বিশেষ অতিথি উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি শফিউল ইসলাম স্বপন। প্রধান বক্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ড. মিজানুর রহমান মাসুদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সভাপতি আব্দুর হামিদ, সাবেক ভিপি আ.স.ম সাজ্জাদ হোসেন পল্টন, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ইয়াকুবুল আজাদ, ইউনিয়ন বিএনপি’র সভাপতি জামিউল আহসান জামিল, শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহ আলম সরকার, সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান সুইট বকসী, শ্রমিক দলের আহবায়ক মাসুদুর রহমান মাসুদ, ছাত্রনেতা মুছা মিয়া, সেলিম, শাহজাহান, মোজাহিদ, মশিউর, হাসেন, ও সাদ্দাম প্রমূখ।