গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের চর গুয়াবাড়ী গ্রামে বজ্রপাতে জুয়েল মিয়া (২৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। জুয়েল গুয়াবাড়ী গ্রামের ইউনুস আলীর ছেলে। স্থানীয়রা জানায়, গত রোববার সন্ধ্যায় ঝড় বৃষ্টির সময় জুয়েল মিয়া গোয়াল ঘরে গরু তুলতে যায়। এসময় হঠাৎ বজ্রপাত ঘটলে ঘটনাস্থলে জুয়েল মিয়া মারা যান। স্থানীয় ইউপি সদস্য আব্দুল মজিদ বজ্রপাতে জুয়েলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।