জেলায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। রোববার দুপুর ২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার ঘটকচরে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
নিহতরা হলেন- সদর উপজেলার মহিষেরচর এলাকার মওলা মাতুব্বরের ছেলে ইমরান মাতুব্বর (২৭) ও কুলপদ্বী এলাকার আব্দুর রশিদ খানের ছেলে ইমান খান (৩৫)।
মাদারীপুর সদর মডেল থানার এসআই প্রদীপ কুমার মন্ডল জানান, রাজৈরের টেকেরহাট থেকে বরিশালগামী পিকআপের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় গুরুতর আহত দুই মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঘাতক পিকআপ কিংবা চালককে আটক করতে পারেনি পুলিশ।সূত্র- বাসস