গাইবান্ধা প্রতিনিধিঃ জলবায়ু সহনশীল টেকসই কৃষি চর্চা, বাজারের প্রবেশাধিকার, অমূল্যায়িত সেবামূলক কাজের স্বীকৃতি, হ্রাস, সুষম বন্টনের মাধ্যমে প্রান্তিক নারীর আয় বৃদ্ধি এবং আয়ের উপর তাদের নিয়ন্ত্রণ বৃদ্ধির লক্ষে গাইবান্ধার ফুলছড়িতে সেবা প্রাপ্তিতে সেবাদানকারী প্রতিষ্ঠান ও নারীদলের সদস্যদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একশন এইড বাংলাদেশের সহযোগিতায় এসকেএস ফাউ-েশনের পাওয়ার প্রকল্পের আয়োজনে সোমবার ফুলছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল হালিম টলষ্টয়। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা ভাইস-চেয়ারম্যান রাশেদা বেগম, ফুলছড়ি উপজেলা কৃষি অফিসার মো. আসাদুজ্জামান, উপজেলা প্রকৌশলী একেএম আখতারুল আহসান, উপজেলা শিক্ষা অফিসার হেমায়েত আলী শাহ্, উপজেলা যুব উন্নয়ন অফিসার আবু জাফর লস্কর, উপজেলা পরিসংখ্যান অফিসার আমিরুল ইসলাম, এসকেএস পাওয়ার প্রকল্পের কো-অর্ডিনেটর হাফিজুর রহমান শেখ, প্রজেক্ট অফিসার রনজিৎ কুমার পাল, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাহ আলম যাদু, উদাখালী ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, উড়িয়া ইউপি চেয়ারম্যান মহাতাব উদ্দিন সরকার, নারী ফেডারেশনের সভাপতি লাকী বেগম, কালিরবাজার বণিক সমিতির সাধারন সম্পাদক আব্দুস ছাত্তার প্রমুখ। আলোচনা সভায় ফুলছড়ি উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা নারীদলের সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।