গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়িতে সরকারি সম্পত্তি অবৈধভাবে দখলদারদের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল বুধবার ফুলছড়ি উপজেলার সাবেক উপজেলা পরিষদ এলাকার বদ্ধভূমি ও বঙ্গবন্ধুর ভাস্কর্য সংলগ্ন স্থানে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল হালিম টলষ্টয়। এসময় উপস্থিত ছিলেন ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ আবু হায়দার মোঃ আশরাফুজ্জামান, উপজেলা প্রকৌশলী এ.কে.এম. আখতারুল আহসান, গজারিয়া ইউপি চেয়ারম্যান শামছুল আলম প্রমূখ।