খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা সদরে বিভিন্ন হোটেল-রেস্তোরায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। উপজেলা সদরের ৩টি হোটেল-রোস্তরায় জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
রোববার বিকেলে থানা পুলিশকে সাথে নিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেড তৌহিদুর রহমান। তিনি উপজেলা সদরের বিভিন্ন হোটেল-রেস্তারায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন। যেসব হোটেল-রেস্তোরায় খাদ্যে ভেজাল, মেয়াদ উত্তীর্ণ খাদ্য, অপরিস্কার-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশন, বিএসটি আইএর অনুমোদন বিহীন পন্য রাখার অভিযোগে ৩টি হোটেল-রেস্তারায় মোট ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সদরের শিল্পি ভোজনালয়ে ৩ হাজার টাকা, মিতালী হোটেল ২ হাজার টাকা বগুড়া দই ঘরে ২ হাজার টাকা জরিমানা আদায় করেন।