গাইবান্ধা প্রতিনিধিঃ ডেপুটি স্পিকার আলহাজ্ব এ্যাড. ফজলে রাব্বি মিয়া বলেছেন, সুশিক্ষিত ব্যক্তি দেশ ও জাতির কল্যাণ বয়ে আনতে সক্ষম। যে জাতি যত শিক্ষিত সে দেশ তত উন্নত। শিক্ষাই জাতির মেরুদণ্ড, দেশকে গড়ে তোলার লক্ষ্যে শিক্ষার কোন বিকল্প নেই। তিনি আরো বলেন, ছাত্র-ছাত্রীদের দৃঢ় মনোবল নিয়ে লেখাপড়ায় মনোযোগী হতে হবে এবং সু-শিক্ষায় শিক্ষিত হয়ে আগামী দিনে দেশের নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদেরকে গড়ে তুলতে হবে। বুধবার গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধন করেছেন। গরীব মেধাবী শিক্ষার্থীরা যাতে উচ্চ শিক্ষা লাভ করতে পারে তার জন্য প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে বই বিতরণ ও কলেজ পর্যায়ে উপবৃত্তি প্রদান সহ ব্যাপক কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। যার ধারাবাহিকতায় তিনি সাঘাটা ও ফুলছড়ি উপজেলার সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধন করতে সক্ষম হয়েছেন বলে তিনি উল্লেখ করেন। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনার আপনাদের ছেলে-মেয়েদের প্রতিনি সার্বক্ষনিক নজর রাখতে হবে যাতে তারা বিপথগামী না হয়। সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা পরিষদ সদস্য ও আওয়ামীলীগ নেতা সাখাওয়াত হোসেন, বিশিষ্ট সমাজসেবক মাহবুবুর রহমান নিটল, জুমারবাড়ী ইউনিয়ন আ’লীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান মাহফুজার রহমান মাফু, জুমারবাড়ী ইউপি চেয়ারম্যান রোস্তম আলী, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেন প্রমুখ।