সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম গোলাম কিবরিয়া খাদ্য দ্রব্য নিয়ন্ত্রণ আইনে রমজান উপলক্ষে অভিযান পরিচালনা করে ৪ ব্যবসায়ীর ৩ হাজার ৪’শ টাকা জরিমানা করেছেন। রবিবার সন্ধ্যায় উপজেলার বিভিন্ন বাজার পরিদর্শন করে পবিত্র মাহের রমজান মাসে ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ খাদ্য দ্রব্য রাখার দায়ে হোটেল ব্যবসায়ী সুধুরাম দাস ও দীলিপ কুমার দাসের প্রত্যেকের ১৫’শ টাকা, বাজারের মুদি দোকানদারের ওজনে কম দেয়ার দায়ে ২ জনের প্রত্যেকের ২’শ টাকা করে মোট ৩ হাজার ৪’শ টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন-সহকারি কমিশনার (ভূমি) সামিউল আমিন, থানার অফিসার ইনচার্জ-আতিয়ার রহমান, সাংবাদিক- এটিএম আফছার আলী, আনিসুর রহমান আগুন, স্যানেটারী ইন্সপেক্টর শহিদুল ইসলাম, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।