গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার খোদ্দকোমরপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে ঢোলভাঙ্গা বাজারস্থ ঈদগাহ মাঠের পার্শ্বে আব্দুল ছাত্তারের ছেলে পাইনের বাড়ীতে কিশোরী কে ধর্ষণের অভিযোগ উঠেছে।
এঘটনার খবর নিশ্চিত করে মেয়েটির পিতা জানান, তাহার মেয়ে ঢোলভাঙ্গা দ্বি-মূখী দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী গতকাল বিকেলে প্রাইভেট শেষে বাড়ী ফেরার পথে ঢোলভাঙ্গা বাজারস্থ ঈদগাহ মাঠের সামনে রাস্তা দিয়ে যাবার পথে একই গ্রামের মোঃ মজিদ মিয়ার ছেলে ২ সন্তানের জনক মমিন মিয়া (৩২) আমার মেয়েকে জোড় পূর্বক তুলে নিয়ে ঈদগাহ মাঠের পাশ্বে আব্দুল ছাত্তরের পুত্র পাইনের বাড়ীতে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে দাবী করেন তিনি।
তিনি আরো দাবী করেন মমিন কে আমরা আটক করি কিন্তু পরে কিছু স্থানীয় ব্যক্তি মমিনকে পালিয়ে যেতে সহযোগীতা করে এবং মমিন পালিয়ে যায়।
বর্তমানে আমার মেয়ে ধর্ষনের স্বীকার হয়ে বাকশক্তি হারিয়ে ফেলেছে। তার সাথে কথা বলা সম্ভব হচ্ছে না।
এঘটনায় সাদুল্যাপুর থানা পুলিশ মেয়েটিকে উদ্ধার করে সাদুল্যাপুর থানায় নিয়ে আসে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ মেয়েটি ও তার পরিবারকে জিজ্ঞাবাদ করছে বলে বিভিন্ন সূত্রে জানা যায়।