গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে রংপুর-বগুড়া মহাসড়কে যাত্রীবাহী একটি বাস উল্টে পড়ে অন্ততঃ ২০ যাত্রী আহত হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।
পুলিশ ও স্থানীয় প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টায় রংপুর থেকে গাইবান্ধাগামী (বগুড়া-জ-১১-০১৬৫) যাত্রীবাহী একটি বাস সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট উপজেলা একবারপুর চানমিয়ার বাগানের সামনে পৌঁছলে নিয়ন্ত্রন হারিয়ে বাসটি উল্টে খাদে পড়ে যায়। এতে ২০ জন বাসযাত্রী আহত হয়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার এসআই মোয়াজ্জেম হোসেন জানান, হাইওয়ে পুলিশ, ধাপেরহাট ফাঁড়ি পুলিশ ও পীরগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা খরব পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তবে যাত্রীবাহী বাসটিতে কতজন যাত্রী আহত হয়েছে তা বলা সম্ভব নয়। উল্টে খাদে পড়া বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।
পলাশবাড়ী হাসপাতালে চিকিৎসাধীন সড়ক দুর্ঘটনায় আহতদের মধ্যে, রংপুরের মিঠাপুকুর উপজেলার হাড়ুরপা গ্রামের সমেশ উদ্দিনের ছেলে লুৎফর রহমান (৪৫), পীরগঞ্জ উপজেলার পানবাড়ী গ্রামের সাদেকুর রহমানের ছেলে আব্দুস সালাম (৪০), একই উপজেলার চতরার নয়াপাড়া গ্রামের লাল চাঁন মিয়া (৩৮), তার স্ত্রী ছায়রন বেগম (৩৪) ও তার স্বামী, সাদুল্যাপুর উপজেলার দক্ষিণ জামুডাঙ্গা ভাঙ্গামোড় গ্রামের মৃত ইছা শেখের ছেলে আমির হোসেন (২৫), একই গ্রামের মোহাম্মাদ আকন্দের ছেলে নুরুজ্জামান (২৬) এনছারের ছেলে জত মিয়া (৩৩), আফছারের ছেলে আনারুল (২৪), আজিজল হকের ছেলে রওশন (৩৮), কুদ্দুস মন্ডলের ছেলে রেজাউল মন্ডল (২০), ফারুক (২৪), উজ্জল (৩২) জামালপুর জেলার সাতবিঘা গ্রামের জাফর আলীর স্ত্রী ফিরোজা বেগম (২৮), ছেলে ওমর ফারক (১৮), নিলফামারী জেলার জলঢাকা উপজেলার ডালিয়াকৈর গ্রামের ভোলা মিয়ার ছেলে রিপন (২২)। অন্যান্য আহত যাত্রীদের পীরগঞ্জ, মিঠাপুকুর ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত অন্যান্য আহতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি এবং মৃত্যুর কোন খবর জানা যায়নি।