গাইবান্ধা প্রতিনিধিঃ মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ ১০ উদ্যোগ: একটি বাড়ী একটি খামার প্রকল্প, আশ্রায়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, ঘরে ঘরে বিদ্যুত, শিক্ষা সহায়তা কর্মসূচী, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষাকে ব্রান্ডিং করার লক্ষ্যে সাদুল্যাপুর উপজেলা পরিষদ হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার জেলা তথ্য অফিস গাইবান্ধা এর আয়োজন সভায় উপজেলা নির্বাহী অফিসার রহিমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ প্রফেসর জহুরুল কাইয়ুম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদুল্যাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগসমূহের সফলতা তুলে ধরে বলেন এ উদ্যোগগুলোর সফলতার ধারাবাহিকতা ধরে রাখতে পারলে এ দেশ ২০২১ সালের আগেই মধ্যম আয়ের দেশে পরিনত হবে।
অনুষ্ঠানের শুরুতে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগসমূহের উপর বিস্তারিত আলোকপাত করে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার সাবিহা আক্তার লাকী। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক মাহমুদুল হক মিলন, বনগ্রাম ইউপি চেয়ারম্যান শাহীন সরকার, সাদুল্যাপুর ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ জহুরুল কাইয়ুম, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তার, শিক্ষা অফিসার নুর মোহাম্মদ, প্রানী সম্পদ কর্মকর্তা ডা: মো: সাজেকুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার খান বিপ্লব, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার নুরুন্নবী সরকার তারা, প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে বিষয়ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হয় ।