গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় সামাজিক বনায়নের সুবিধাভোগীদের মাঝে রাস্তার গাছ বিক্রির টাকার চেক বিতরণ করা হয়।
বন বিভাগের আয়োজনে আজ ১৮ মে বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে এই চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রহিমা খাতুন।
এসময় উপস্থিত ছিলেন জেলা সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুছ সবুর, সাদুল্যাপুর উপজেলা সামাজিক বনায়ন কেন্দ্রের কর্মকর্তা খন্দকার মেহেদি হাসান, সাদুল্যাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহজাহান সোহেল, ভাতগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান রেজওয়ানুল ইসলাম বাবু এবং সুবিধাভোগীরা।
এদিন ভাতগ্রাম ইউনিয়নের দক্ষিণ ভাতগ্রাম জামে মসজিদ হইতে বিরাহিমপুর ঈদগাঁহ মাঠ পর্যন্ত দুই কিঃমিঃ রাস্তার সৃজিত স্ট্রীপ বাগানের গাছ বিক্রির নয় জন সুবিধাভোগীর মাঝে ৪ লক্ষ ৫৩ হাজার ৩৩৯ টাকার চেক বিতরণ করা হয়।
একই সঙ্গে এসব গাছ বিক্রির টাকা থেকে স্থানীয় ইউনিয়ন পরিষদকে শতকরা ৫ টাকা হারে ৪১ হাজার ২শ ১২ টাকা ৮০ পয়সা প্রদান করা হয়েছে।