গাইবান্ধ প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার ১নং দলদলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৈশ্যপ্রহরী কাম-কম্পিউটার অপারেটর নিয়োগে অনিয়ম ও দূর্নীতির প্রতিবাদে রবিবার সন্ধ্যায় এলাকাবাসী একটি মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদÿিণ শেষে বোনারপাড়া রেল স্টেশন চত্ত্বরে এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন। ১নং দলদলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি রহুল আমীন প্রধান রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, তরণ সংঘের সাধারণ সম্পাদক সুইট প্রধান, দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আজিজুল হক প্রমুখ। বক্তারা বলেন, বিগত দিনের দুর্নীতিকে হার মানিয়ে নজিরবিহীন দুর্নীতি ও অনিয়মের আশ্রয় নিয়ে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত প্রার্থী নজরল ইসলামকে নিয়োগ না দিয়ে অজানা কারণে মোশারফ হোসেন নামে এক জামায়াত শিবিরের সক্রিয় কর্মীকে নিয়োগ দেওয়ার প্রস্তুতি নেয়। এছাড়াও উক্ত মোশারফের সনদপত্র ও জন্মনিবন্ধনে গড়-মিল রয়েছে। তদুপরি উক্ত প্রার্থীকে নিয়োগ দেওয়ার জন্য সংশিস্নষ্টরা মরিয়া হয়ে ওঠে। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী বিÿোভে ফেটে পড়েন। এক পর্যায় বিÿোভকারীরা অনতিবিলম্বে নিয়োগ প্রক্রিয়া বাতিল করে সুষ্ঠু নিয়োগের দাবি জানায়। নতুবা আরও বড় কর্মসূচী দিবেন বলে হুশিয়ারি দেন। উলেস্নখ্য, সাঘাটা উপজেলার ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ্যপ্রহরী কাম-কম্পিউটার অপারেটর নিয়োগের সকল প্রক্রিয়া শেষে গতকাল রবিবার উপজেলা পরিষদে নিয়োগপত্র দেওয়ার কার্যক্রম চলছিলো। এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিÿা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল হান্নান জানান, নিয়োগ প্রক্রিয়া অনুযায়ী নিয়োগে দেওয়া হয়েছে।