গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটায় নানার বাড়িতে বেড়াতে এসে নদীতে গোসল করতে গিয়ে নূর বানু (১৩) নামে এক শিশু নিখোঁজ হয়, এসময় দুই জন শিশুকে উদ্ধার করেছে স্থানীয় লোকজন। এ ঘটনায় এলাকায় শোকের মাতম উঠেছে। সরেজমিনে জানা যায়, দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার গোপালপুর গ্রামের বাবু মিয়ার তিন শিশু সন্তানকে নিয়ে তার ছোট ভাই বউ শাপলা বেগম গাইবান্ধার সাঘাটা উপজেলার টেপা পদুমশহর (নয়াবন্দর) গ্রামে বাবা খয়বর রহমানের বাড়িতে গত রবিবার বেড়াতে আসেন। মঙ্গলবার দুপুরে শিশু নূর বানু (১৩), শাহনাজ (১০) ও শান্ত্ মিয়া (৭) নানার সঙ্গে বাড়ির অদূরে আলাই নদীতে গোসল করছিল।
হঠাৎ তিন শিশু পানিতে ডুবে যায়। স্থানীয় লোকজনের সহাতায় সজ্ঞাহীন দুই শিশু উদ্ধার হলেও নূর বানু নিখোঁজ হয়ে থাকে। পরে গাইবান্ধা ফায়ার সার্ভিসের সদস্য (ডুবারু) এসে প্রায় ২ ঘন্টা উদ্ধারে চেষ্টা চালায়। এ রির্পোট লেখা পর্যন্ত্ সন্ধ্যা ৬ টা তাকে উদ্ধারে চেষ্টা চলছিল। এ খবর এলাকায় ছড়িয়ে পরলে ঘটনাস্থলে শত শত উৎসুক জনতা ভিড় জমায়। এ ব্যাপারে শাপলার পরিবার অভিযোগ তুলেছেন, গোসলের ঘাটে কবির নামে এক বালু ব্যবসায়ী বালু উত্তোলন করে গভির গর্তের সৃষ্টি করায় নিখোঁজ নূর বানুকে ডুবারু খুঁজে পাচ্ছে না। এদিকে উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. গোলাম শহীদ রঞ্জু ঘটনাস্থল পরিদর্শন করেছেন।