গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটায় গ্রামীন অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচীর সাধারণ প্রকল্পের অধীনে রাস্তার সংস্কার নামে প্রকল্প চেয়ারম্যান কর্তৃক সিংহভাগ অর্থ আত্বসাতের চেষ্টার ঘটনা ফাঁস হওয়ায় এলাকাবাসী ফুঁসে উঠেছে। জানা যায়, ২০১৬-১৭ইং অর্থ বছরে উপজেলার মুক্তিনগর ইউনিয়নের উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয় হইতে কুখাতাইড় তিন মাথা পর্যন্ত সড়কের মাত্র দেড়‘শ গজ সংস্কার করার জন্য গ্রামীন অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচীর সাধারণ প্রকল্পের আওতায় ১ লক্ষ ৯০ হাজার টাকা বরাদ্দ করা হয়। সে মোতাবেক কাজটি সম্পন্ন করার জন্য মুক্তিনগর ইউনিয়ন পরিষদে সদস্য আহসান আলীকে প্রকল্প কমিটির সভাপতি নিযুক্ত করে সড়ক সংস্কারের দায়িত্ব দেওয়া হয়। প্রকল্প চেয়ারম্যান একটি রাজনৈতিক দলের প্রভাব বিস্তার করে গত তিন মাস পূর্বে দেড়‘শ গজ রাস্তার এক ধার দিয়ে সামান্য করে মাটি বিছিয়ে দিয়ে সিংহভাগ অর্থ উত্তোলন পূর্বক আত্বসাতের চেষ্টা চালাচ্ছেন বলে, এলাকায় অভিযোগ উঠেছে। শুধু তাই নয় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার গাফলেতি ও তদারকি না করায় এসব দূর্নীতি দিন বৃদ্ধি পাচ্ছে বলে সচেতন মহল অভিমত ব্যক্ত করেছেন। গতকাল সোমবার সরজমিনে গেলে এলাকার নাম প্রকাশ না করার শর্তে অনেকেই কটাক্ষ করে বলেন,‘ দুই জাং সড়ক দুই লাখ ট্যাকা, তাও ঘাসের মাথা ছিড়ি থুয়ে গেল বাহে’।
এ ব্যাপারে প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ইউপি সদস্য আহসান আলী জানান, আমি শুধুই প্রকল্পের চেয়ারম্যান, সবকিছুই করছেন ইউপি চেয়ারম্যান। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আরসাদ আজিজ রোকন বলেন, এ কথা সম্পন্ন মিথ্যা। প্রকল্প চেয়াম্যান যিনি, প্রকল্পের দায়-দায়িত্ব তারই। এ ব্যাপারে উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিঠুন কুন্ডুর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ওই প্রকল্পের সামান্য টাকা বাকি রয়েছে।