গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়ন পরিষদ নির্বাচন গতকাল রবিবার বিকাল সাড়ে টায় তিন মাসের জন্য স্থগিত ঘোষনা করা হয় । সাঘাটার চিনিরপটল গ্রামের আব্দুল কদ্দুছের ছেলে রেজাউল করিম নামের এক ব্যক্তির আপিলের প্রেক্ষিতে হাইকোটের আপিল বিভাগ মামলা ৯০ দিনের জন্য নির্বাচন স্থগিত ঘোষনা করে উকিল নোটিশ পাঠিয়েছে বলে উপজেলা নির্বাচন অফিসার আশিকুর রহমান প্রতিবেদককে নিশ্চিত করেছেন। নির্বাচন স্থগিত সংবাদে ঘুড়িদহ ইউনিয়নের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী ও ভোটারদের মধ্যে হতাশা নেমে আসে। সীমানা জটিলতা মামলার কারনে দীর্ঘ ১৫ বছর পর ২৩ মে ঘুড়িদহ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় কথা ছিল। এ কারণে ভিন্নমাত্রার ভোট উৎসবও বিরাজ করছিল ইউনিয়নটিতে। নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্নের লক্ষ্যে যাবতীয় প্রস্তÍতিও সম্পন্ন করেছিলো প্রশাসন। নির্বাচনে চেয়ারম্যান পদে ৬, সদস্য পদে ৩০ এবং সংরক্ষিত মহিলা পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। দলীয় প্রতীকে মোঃ জাকির হোসেন (নৌকা ), মোঃ আবুল কালাম আজাদ (ধানের শীষ) এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে বাবু দিনেশ চন্দ্র রায় (আনারস), সেলিম আহম্মেদ তুলিপ (মটর সাইকেল), সাংবাদিক জয়নুল আবেদীন (ঘোড়া) ও সামছুল হুদা চৌধুরী ডাবলু (চশমা) নির্বাচনী মাঠে ছিলেন। ২০ হাজার ৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার কথা ছিল।