গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনের আর মাত্র ৭দিন বাকী। নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে প্রার্থীরা পোষ্টার মাইকিংসহ নানা কৌশল অবলম্বন করে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সমর্থন নেওয়ার চেষ্টায় মরিয়া হয়ে লেগেছে। এতে করে রাতের ঘুম হারাম হয়ে পরেছে তাদের। ভোটারাও তাদের কথায় ভুলছেন না। তারা সুষ্ঠভাবে ইউনিয়ন পরিষদ পরিচালনা ও সুখে দুঃখে পাশে পাবেন এমন প্রার্থীকে এবার তারা ভোট দিবেন বলে অভিমত ব্যক্ত করেছেন। কারন হিসাবে জানায়,সাবেক ঘুড়িদহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান সরকার আতার কর্মকান্ড ভোটারদের মনে বারবার নাড়া দিচ্ছেন। তিনি ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে সীমানা নির্ধারণ জটিলতা দেখিয়ে আদালতে একটি মামলা দায়ের করে দীর্ঘ ১৫ বছর চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করে আসছিল। অবশেষে পদত্যাগ করে তিনি জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়। তার সহধর্মীনি সাবিহা বেগমকে উক্ত ইউনিয়নে জাতীয় পাটির মনোনীত প্রার্থী হিসাবে ইউপি নির্বাচনে দার করান। এলাকায় জনসমর্থন নেই বলে বিষয়টি বুঝতে পেরে তার প্রার্থীতা প্রত্যাহার করেন বলে এলাকায় গুঞ্জন উঠেছে। এসব কর্মকান্ডে এলাকার জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়ে ÿোভে ফুসে উঠে। সরজমিনে গেলে মথরপাড়া গ্রামের ইয়াকুব আলী কটাÿ করে বলেন,কথায় আছে ‘গোয়াল পোড়া গরম্ন সিদড়ে মেঘ দেখলে ভয় পায়’। তাই এবার ভোটাররা (জনগণ) ওই ধরনের ফাঁদে আর যাতে না পড়েন, এমন প্রার্থীই তারা বেচে নিবেন। গতকাল মঙ্গলবার ঘুড়িদহ ইউনিয়নের বটতলা সাহেব বাজার সাঘাটা বাজার সহ পবন তাইড় ঝাড়াবর্ষা যাদুরতাইর ও মথরপাড়া গ্রামের অনেকের সাথে কথা বললে তারা জানান, মিথ্যা আশ্বসাস ও মিষ্টি কথায় আর ভুলবেন না তারা। কাজেই সব সময় যাকে কাছে পাবেন এবং জনগণের বন্ধু হয়ে কাজ করবেন, এমন প্রার্থীকে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করবেন। তবে কে হচ্ছেন তাদের প্রতিনিধি ? এ মুহুত্বে শনাক্তকরা না গেলেও অনেকেই বলে ফেললেন, সুষ্ঠ নির্বাচন হলে স্বত্বন্ত্র প্রার্থী বাবু দিনেশ চন্দ্র রায় (আনারস) প্রতীক, বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ (ধানের শীষ),প্রতীক,আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জাকির হোসেন (নৌকা ) প্রতীক, স্বত্বন্ত্র প্রার্থী সেলিম আহম্মেদ তুলিপ (মটর সাইকেল) প্রতীকের চতুর মূখী লড়াই হবে বলে তারা জানান। এবারে ঘুড়িদহ ইউপি নির্বাচনে ৬জন চেয়ারম্যান প্রার্থী ভোটে লড়ছেন তারা হলেন, জাকির হোসেন (নৌকা ), আবুল কালাম আজাদ (ধানের শীষ) বাবু দিনেশ চন্দ্র রায় (আনারস),সেলিম আহম্মেদ তুলিপ (মটর সাইকেল), সাংবাদিক জয়নুল আবেদীন (ঘোড়া) ও সামছুল হুদা চৌধুরী ডাবলু (চশমা) প্রতীক। উলেস্নখ সীমানা জটিলতা মামলার কারনে দীর্ঘ ১৫ বছর পর আগামী ২৩ মে ঘুড়িদহ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।