গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলার ডিমলা পদুমশহর (উত্তম বাজার)গ্রামের মৃত্যু জালাল উদ্দিনের ছেলে আব্দুল জলিল গলায় থাই রোট ক্যান্সারে আক্রান্ত্ হয়ে ঢাকার মহাখালী ডেলটা হাসপাতালে চিকিৎসা শেষে বাড়িতে এসে অর্থ অভাবে উন্নত চিকিৎসা নিতে পারছে না। চিকিৎসক গণ দ্রত অপারেশন করার পরামর্শ দিয়েছেন। কিন্তু অর্থ অভাবে অপারেশন করতে পারছে না। তার অপারেশন ও চিকিৎসা বাবদ প্রায় চার লক্ষ টাকা প্রয়োজন। পরিবারের পক্ষে এত টাকা সংগ্রহ করা অসম্ভব। ফলে আব্দুল জলিলের জিবন বাঁচাতে সমাজের বিত্তশালীদের নিকট অকুল আবেদন জানিয়েছে তার পরিবার। সাহায্য পাঠানোর ঠিকানা হিসাব নং ১৩১৮২,অগ্রণী ব্যাংক বোনারপাড়া শাখা গাইবান্ধা। প্রয়োজনে ০১৯২৫৬০০৪২১।