গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার নবনিযুক্ত জেলা প্রশাসকের সাথে ফুলছড়ি উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রোববার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধার নবনিযুক্ত জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল হালিম টলষ্টয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা বেগম, উপজেলা কৃষি অফিসার আসাদুজ্জামান, ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ আশরাফুজ্জামান, উপজেলা প্রকৌশলী আখতারুল আহসান, উপজেলা শিক্ষা অফিসার হেমায়েত আলী শাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মিঠুন কুন্ডু, মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান, ফুলছড়ি ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডল, উদাখালী ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, এড়েন্ডাবাড়ী ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, গজারিয়া ইউপি চেয়ারম্যান শামসুল আলম, অধ্যক্ষ এ.টি.এম. রাশেদুজ্জামান রোকন, ইব্রাহীম আকন্দ সেলিম, আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক শাহ আলম যাদু প্রমূখ।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিগন অংশগ্রহন করেন।
প্রধান অতিথি এলাকার সমস্যা এবং সম্ভাবনা সমূহ ধৈর্য সহকারে শোনেন এবং সেগুলো আশানুরুপ সমাধানের আশ্বাস প্রদান করেন।
এর আগে নবাগত জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল ফুলছড়ি উপজেলায় আগমনে উপজেলা পরিষদ এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলে দিয়ে শুভেচ্ছা জানানো হয়।