গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলার দক্ষিণ কাঠুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে বিশিষ্ট সমাজ সেবক আশরাফুল ইসলাম আবু নির্বাচিত হয়েছেন। আজ বুধবার বিদ্যালয়ের নব-নির্বাচিত সদস্যদের প্রত্যক্ষ ভোটে তিনি ৬ ভোট পেয়ে তিনি সভাপতি নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেপাল চন্দ্র পায় ৪ ভোট। নির্বাচন পরিচালনা করেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার এস.এম. আজহারুল ইসলাম। আশরাফুল ইসলাম আবু স্থানীয় সংসদ সদস্য ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়ার সুপারিশে উক্ত বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছিলেন। তিনি ডেপুটি স্পিকার সহ বিদ্যালয়ের সকল অভিভাবক ও শিক্ষকবৃন্দকে ধন্যবাদ জানিয়ে সহযোগিতা কামনা করেছেন। আশরাফুল ইসলাম আবু উদাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম মেছের উদ্দিন সরকারের দ্বিতীয় পুত্র।