গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান তার ব্যক্তিগত তহবিল হতে আগুনে ক্ষতিগ্রস্থদের পাশে দাড়িয়ে সহায়তা প্রদান করেন।
শুক্রবার সন্ধ্যায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে উপজেলার উড়িয়া ইউনিয়নের কটিয়ার ভিটা গ্রামের আগুনে ক্ষতিগ্রস্থ ৯টি পরিবারের মাঝে উপজেলা পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান তার ব্যক্তিগত তহবিল হতে চাল, ডাল, তেল, লবন, আলু, চিড়া, চিনি, মোমবাতি, দিয়াশলাই বিতরন করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন ফুলছড়ি ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডল, গজারিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ছাইদুল ইসলাম লোকাল, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম যাদু, খোরশেদ আলম, সুশীল মহুরি, আব্দুল জলিল প্রমূখ।