গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় আগুনে ক্ষতিগ্রস্থ ১৯টি পরিবারের প্রত্যেককে ঢেউটিন ও চেক বিতরণ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া। বৃহস্পতিবার ফুলছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে আগুনে ক্ষতিগ্রস্থ এসব পরিবারের প্রত্যেককে দেড় বান্ডিল ঢেউটিন ও ৪ হাজার ৫ শত টাকার চেক প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল হালিম টলষ্টয়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু ও ফুলছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম যাদু প্রমুখ। সম্প্রতি উপজেলার উদাখালী ইউনিয়নের হরিপুর গ্রামের ১০টি এবং উড়িয়া ইউনিয়নের কটিয়ার ভিটা গ্রামের ৯টি বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।