খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্টের শুভ-উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে মহদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুনামেন্টের শুভ-উদ্বোধন করেন মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল। এসময় উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাহানাজ খাতুন, মহদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন সুলতানা, দয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন বিষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বড় গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। টুর্ণামেন্টে মহদীপুর ইউনিয়নের ২৬ সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করবে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।