খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলা সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা ঢাকাস্থ শিশু কল্যাণ পরিষদ তোপখানা রোড, সেগুনবাগিচায় অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ সাদুল্লাপুর উপজেলা সমিতির আয়োজনে অত্র সংগঠনের সভাপতি মোকছুদার রহমান মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের ডিপুটি স্পীকার আলহাজ্ব এ্যাড. ফজলে রাব্বি মিয়া এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা-০৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের সংসদ সদস্য ডাঃ ইউনুস আলী সরকার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জুট কর্পোরেশনের চেয়ারম্যান কপিল উদ্দিন আহমেদ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক ফরিদ উদ্দিন আহম্মেদ ছাড়াও সমিতির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।