গাইবান্ধা প্রতিনিধি: ডেপুটি স্পিকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপি বলেছেন, সুশিক্ষত ব্যক্তি দেশ ও জাতির কল্যাণ বয়ে আনতে সক্ষম। বিশ্বায়নের যুগে শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে জ্ঞানার্জন করতে হবে। একটি জাতিকে এগিয়ে নিতে হলে অবশ্যই সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। জুমারবাড়ী ডাঃ আব্দুর রাজ্জাক শিশু নিকেতন স্কুল যেভাবে সাফল্য বয়ে আনছে তা অন্যান্য বিদ্যালয়ের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। শুক্রবার বিকালে গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ী ডাঃ আব্দুর রাজ্জাক শিশু নিকেতন স্কুলের সফল পরিচালক রেজাউল করিম ও বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুমারবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান মাহফুজার রহমান মাফুর সভাপতিতে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা প্রশাসক মোঃ আব্দুস ছামাদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট এএইচএম গোলাম শহীদ রঞ্জু, উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার ঘোষ, সাঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম বকুল, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম বকুল, জেলা পরিষদের সদস্য সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ সরকার বাবু, উপজেলা প্রকৌশলী ছাবিউল ইসলাম, সোনাতলা নাজির আক্তার কলেজের সাবেক অধ্যক্ষ রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান হাবিব, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান, জুমারবাড়ী ইউপি চেয়ারম্যান রোস্তম আলী আকন্দ প্রমূখ।