গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ সদরের রংপুর-বগুড়া মহাসড়কে যানজট নিরসনে অবৈধ স্থাপনা ও মহাসড়কের পাশে থানা দোকানপাট অপসারণে বুধবার বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মহাসড়কের পাশে থাকা ৩টি দোকানের ৭ হাজার টাকা জরিমানা আদায় করেন। এসময় দোকানদারদের সাইনবোর্ডগুলো অপসারণের জন্য সাবধান করে দেন।