গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধায় বন্যা পরবর্তী সময়ে সহায়তা প্রদানের উপর অংশগ্রহণ, পরীবিক্ষণ ও মূল্যায়ন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত
হয়েছে। আজ রবিবার গাইবান্ধার রাধাকৃষ্ণপুরস্থ এসকেএস ইন্ বালাসী ভবনের হলরুমে এসকেএস ফাউন্ডেশন, সংযোগ ও এক্যাশন এইড বাংলাদেশ এ কর্মশালার আয়োজন করে। এসকেএস ফাউন্ডেশনের সহ-সমন্বয়কারী এডভোকেসি আশরাফুল আলমের উপস্থাপনায় কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন এসকেএস ফাউন্ডেশনের সমন্বয়কারী ফিল্ড অপারেশন খন্দকার জাহিদ সারোওয়ার। বন্যার আগে এবং পরবর্তী সময়ে করণীয় বিষয়ের উপর গুরত্বারোপ করে বক্তব্য রাখেন, এক্যাশন এইড বাংলাদেশ এর প্রোগ্রাম অফিসার জাহাঙ্গীর আলম, মার্লিন, নাসরি রহমান। এসময় উপস্থিত ছিলেন এসকেএস ফাউন্ডেশনের সহ সমন্বয়কারী মঞ্জুর রহমান, সহ-সমন্বয়কারী, মনিটরিং ইউনিট জেন্ডার ও চাইল্ড ফোকাল পাসর্ন কানিজ হুসনা আফরোজা পলি প্রমূখ। গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সদস্য, এনজিও কর্মী, গণমাধ্যম কর্মীসহ ৩৫ জন ব্যক্তিবর্গ কর্মশালায় অংশগ্রহণ করেন।