গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে গতকাল রোববার শহরে র্যালী ও পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালীটি সিভিল সার্জন কার্যালয় চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার পূর্বস্থানে চলে আসে। পরে সিভিল সার্জন সম্মেলন কক্ষে ‘নিরাপদ প্রসব চাই, স্বাস্থ্য কেন্দ্রে চল যাই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গৌতম চন্দ্র পাল এবং সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ মো. আমির আলী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ নুরুজ্জামান, বিএমএ সভাপতি ডাঃ শহীদুজ্জামান হারুন, ডাঃ একেএম আবু হানিফ, ডাঃ আ.স.ম. আসাদুজ্জামান, ডাঃ শাহীনুল ইসলাম মন্ডল, গাইনী বিশেষজ্ঞ ডাঃ তাহেরা আকতার মনি, খায়রুজ্জামান মানিক, আব্দুল হান্নান প্রমুখ।