খুলনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ফুলতলা উপজেলার সাধারণ সম্পাদক সরদার আলাউদ্দিন মিঠু ও তার দেহরক্ষী নওশের গাজীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে খুলনা-যশোর মহাসড়কের পাশে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাছে আলাউদ্দিন মিঠুর নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।
খুলনার পুলিশ সুপার নিজামুল হক মোল্লা এবং জেলা বিএনপির সভাপতি সফিকুল আলম মনা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
লাশ দুটি খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এর আগে আলাউদ্দিন মিঠুর বাবা সরদার আবুল কাশেম ও বড় ভাই সরদার আবু সাঈদ বাদলকেও গুলি করে হত্যা করেছিল দুর্বৃত্তরা।সূত্র- আরটিএনএন