খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) আজ রোববার থেকে গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছে এবং তা চলবে ৮ জুন পর্যন্ত। এরপর ১১ জুন থেকে ২১ জুন পর্যন্ত চলবে রমজানের ছুটি।
বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, ছুটির সময়ে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাশ ও পরীক্ষা বন্ধ থাকলেও বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ দাপ্তরিক কার্যক্রম চালু থাকবে। গ্রীষ্মকালীন ছুটিতে সকাল ৯টা থেকে বেলা দেড়টা পর্যন্ত এবং রমজানকালীন অবকাশ সময়ে বেলা ৩টা পর্যন্ত দাপ্তরিক কার্যক্রম চলবে।
গ্রীষ্মকালীন ও রমজানকালীন ছুটি শেষে আগামী ২২ জুন থেকে ০১ জুলাই পর্যন্ত শব-ই-কদর, জুমআতুল বিদা ও পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।
বিশ্ববিদ্যালয় সূত্র আরও জানিয়েছে, ছুটি শেষে আগামী ২ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের সকল দাপ্তরিক কার্যক্রম, ক্লাস ও পরীক্ষাসমূহ নির্ধারিত সময়সূচি অনুযায়ী শুরু হবে।সূত্র- বাসস