গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ সরকার কর্তৃক সড়ক পরিবহন আইন ২০১৭ এর মালিক-শ্রমিক স্বার্থ বিরোধী আইনের ধারা বাতিলের দাবীতে গাইবান্ধা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন গোবিন্দগঞ্জ থানা মোড় ঘন্টাব্যাপী মানববন্ধন পালন করেন।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সিদ্ধান্ত মোতাবেক রোববার সকাল ১০টায় গাইবান্ধা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন গোবিন্দগঞ্জ থানা মোড় ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, শ্রমিক ইউনিয়নের সভাপতি ওহেদুল ইসলাম, সাধারণ সম্পাদক হোসেন আলী, সহ-সভাপতি সাইফুল ইসলাম, সহ-সভাপতি হারুন অর রশিদ, সহ-সম্পাদক জিল্লুর রহমান (লেবু) ও অহেদ আলী,ক্যাসিয়ার আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদ একলাছুর রহমান, সড়ক সম্পাদক আমিনুল ইসলাম, সদস্য আব্দর রাজ্জাক, আব্দুল কাফি, বাগদা হাট শাখার সম্পাদক ভোলা মিয়া, রুবেল মিয়া,কামদিয়া শাখার সম্পাদক পান্না চৌধুরী, কোচাশহর শাখার সভাপতি সাইফুল ইসলাম, সম্পাদক মেহের আলী , কোমরপুর শাখার সভাপতি ফারুক মিয়া, বালুয়া বাজার শাখার সম্পাদক আঃ রশিদ মিয়া, কাটামোড় শাখার সভাপতি কাশেম আলী, শাওন মিয়া, রবিউল ইসলাম ও ময়নুল হক প্রমূখ।
শ্রমিক নেতৃবৃন্দ বলেন সরকার কর্তৃক শ্রমিক-মালিকদের বিরোধে কালো আইন অবিলম্বে বাতিল করতে হবে অন্যথায় কঠোর কর্মসূচী হুমকি দিয়ে বক্তব্য দিয়েছেন।