সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ দৈনিক মায়া বাজার পত্রিকার সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি আব্দুস সালামের মাতা সালেহা বেগম (৪০) দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় দহবন্দ ইউনিয়নের দক্ষিণ ধুমাইটারী গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। মৃত্যুকালে তিনি স্বামী, ২ ছেলে ও ১ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। ওই রাতেই নামাযে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাযা নামাযে উপজেলার সকল কর্মরত সাংবাদিক উপস্থিত ছিলেন। সাংবাদিক সালামের মাতার অকাল মৃত্যুতে উপজেলার সাংবাদিকগণ গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপনসহ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।