এটিএম আফছার আলী, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলায় দুই দিন ব্যাপী ৩৮তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেন- এমপি গোলাম মোস্তফা আহম্মেদ। এ উপলক্ষে আমিনা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে উপজেলা নির্বাহী অফিসার এস.এম গোলাম কিবরিয়ার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান ভারপ্রাপ্ত রেজিয়া বেগম, ভাইস চেয়ারম্যান আবু সোলায়মান সরকার সাজা, থানা অফিসার ইনচার্জ- আতিয়ার রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদ হোসেন মন্ডল, প্রধান শিক্ষক-মোস্তাফিজুর রহমান, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক রেজাউল আলম রেজা, পৌর আ’লীগ সহ-সভাপতি- এটিএম মাসুদ-উল ইসলাম চঞ্চল প্রমূখ। এরআগে একটি বর্ণাঢ্য র্যালী পৌর শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দুই দিন ব্যাপী এ মেলায় ১৯টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়।