সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে ১০ টাকা কেজি দরে খাদ্যবান্ধব কর্মসূচীর ১ কোঠা চাউল আতœসাৎকারী ডিলারদের লাইসেন্স বাতিলসহ দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়ন শহীদ মিনার চত্তরে এ গণ সমাবেশ অনুষ্ঠিত হয়। ধোপাডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ এর আহবানে গণ সমাবেশে বক্তব্য রাখেন জেলা কৃষক সমিতির সভাপতি সুভাশ শাহ রায়, সাধারণ সম্পাদক ছাদেকুল ইসলাম মাষ্টার, জেলা ক্ষেতমজুর সমিতিরি সাধারণ সম্পাদক মইনুল কবীর মন্ডল, উপজেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি নুরে আলম মানিক, স্থানীয় আওয়ামী নেতা মাহমুদুন্নবী মিঠন, ইয়াকুব আলি, সমাজ সেবক রওশন আলম, সুবিধাভোগী চান মিয়া, মুনছুর আলী, মোখলেছুর রহমান ও চিত্ত চন্দ রায় প্রমূখ। বক্তারা সুবিধাভোগীদের চাউল ফেরত ও ডিলারদের ডিলারশীপ বাতিলসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানায়।
উল্লেখ, ধোপাডাঙ্গা ইউনিয়নের ২ ডিলার কৌশলে ১ হাজার ৩’শ ১৮ জন সুবিধাভোগীর টিপসই ও স্বাক্ষর নিয়ে পুরা চাউল আতœসাৎত করেন।