সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাটে সড়ক দূর্ঘটনায় এক সাইকেল আরোহীর মৃত্যু। আহত হয়েছেন দুইজন। শুক্রবার সকালে উপজেলার ধাপেরহাট ইউপি’র পূর্ব নিজপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ দূর্ঘটনাটি ঘটে। এতে বাই সাইকেল আরোহীসহ তিন জন আহত হন।স্থানীয়রা আহতদেরউদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা করান। পরে আহত বাইসাইকেল আরোহী আবুল কালাম (৫৫) রংপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০ টার মৃত্যুবরণ করেন। নিহত কালাম একই ইউপি’র নিজপাড়া গ্রামের রহিম উদ্দিনের ছেলে। আহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।
সাদুল্যাপুরের ধাপেরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় আরো দু’জন গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে দূর্ঘটনায় কবলিত বাইসাইকেল ও মটরসাইকেল পুলিশ হেফাজতে রাখা হয়েছে।