গাইবান্ধা প্রতিনিধিঃ মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক প্রকৃত মুক্তিযোদ্ধা তালিকাকরণে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার আবেদনকৃত মুক্তিযোদ্ধাদের যা”াই-বাছাই অনুষ্টিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রক্রিয়া সম্পন্ন হয়। এসময় উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সদস্য সচিব আহসান হাবিব জানান, নতুন মুক্তিযোদ্ধা হওয়ার জন্য ইতোপুর্বে অনলাইনে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে সাদুল্যাপুর উপজেলা থেকে ৯৮ জন আবেদন করেছিলেন। এর মধ্যে বুধবার যাচাই-বাছাইকালে ৭৬ জন আবেদনকারী উপস্থিত ছিলেন। শুধুমাত্র যাচাই-বাছাই করা হয়েছে।