গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার মধ্য সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী কাম প্রহরী পদে ভুয়া সনদপত্র দিয়ে চাকরীর আবেদন করার অভিযোগ উঠেছে। আগামীকাল সোমবার এ পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে মর্মে ওই পরীক্ষায় অংশ গ্রহনের জন্য ভুয়া সনদ প্রার্থীদেরকে ডাকা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয়বাসী ও অভিযোগ সুত্রে জানা গেছে, সাদুল্যাপুর উপজেলার মধ্য সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী কাম প্রহরী পদে দরখাস্ত আহবান করা হলে গাবুর আলীর ছেলে আরিফুল ইসলাম ও জহুরুল ইসলামের ছেলে রুবেল মিয়া সহ আরও অনেক প্রার্থী আবেদন করেন। এদিকে আরিফুল ইসলাম প্রকৃত দাখিল পাশ সার্টিফিকেট অনুয়ায়ী বয়স কম হওয়ায় পুর্ন বয়স করার জন্য জেডিসি পরীক্ষার একটি ভুয়া সনদ নিয়ে ওই পদে আবেদন করেছেন। অপরদিকে রুবেল মিয়ার প্রকৃত জেডিসি পাশ সার্টিফিকেট অনুয়ায়ী বয়স কম হওয়ায় একই কারসাজি করে চাকরীর জন্য আবেদন করেছেন।
এ বিষয়ে স্থানীয়রা জানান, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষা বিভাগের কর্তৃপক্ষের সাথে গোপন আতাঁত করে প্রার্থী আরিফুল ইসলাম ও রুবেল মিয়া ওইসব অসাধু উপায় অবলম্বন করেছে। আগামীকাল সোমবার ওই প্রার্থীরা নিয়োগ পরীক্ষায় যেন অংশ গ্রহন না করতে পারে, সে ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি অভিযোগ করা হয়েছে।
সাদুল্যাপুর উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আবুল হোসেন জানান, উল্লেখিত প্রার্থীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়া গেছে। এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।