গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট বকশিগঞ্জ বাজার এলাকা থেকে গতকাল সোমবার দুপুরে ২৭ হাজার পিচ ইয়াবা জব্দ করা হয়েছে। এসময় বাবা-সহ ৪ মাদক ব্যবসায়ীকে পুলিশ আটক করে।
আটক ব্যক্তিরা হলেন, ধাপেরহাট ইউনিয়নের বকশিগঞ্জ বাজারের বোয়ালীদহ গ্রামের আলিম উদ্দিন (৫৫) তার ছেলে সবুজ মিয়া (২৫), পার্শ্ববর্তী পলাশবাড়ী উপজেলার মুরারীপুর গ্রামের মাহাবুর রহমানের ছেলে মনিরুজ্জামান মিয়া (৩০) ও একই গ্রামের জহুরুল ইসলামের ছেলে নাজমুল মিয়া (২২)।
ধাপেরহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান জানান, আলিম উদ্দিন দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। তিনি গাইবান্ধাসহ উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারীভাবে ইয়াবা বিক্রি করতেন। গোপন খবরের ভিত্তিতে তাদের বাড়িতে অভিযান চালিয়ে আলিম উদ্দিন ও তার ছেলেসহ ৪ জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে পলিথিনের প্যাকেটে মোড়ানো ২৭ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার মুল্য প্রায় ১ কোটি ৮ লাখ টাকা। এব্যাপারে সাদুল্যাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।