গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আহসান হাবিব এর পদোন্নতি লাভে বদলীর কারণে বিদায়ী সংবর্ধনা দিয়েছে সাদুল্যাপুর প্রেসক্লাব। শনিবার সন্ধ্যায় অত্র প্রেসক্লাব কার্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি মোস্তাফিজার রহমান ফারুকের সভাপতিত্বে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরহাদ ইমরুল কায়েস, প্রেসক্লাব সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাহজাহান সোহেল প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক জিল্লুর রহমান পলাশ, খোরশেদ আলম, তোফায়েল হোসেন জাকির, ছামছুল হক কাজল, ছোলাইমান সরকার, মাসুদ মো. আনোয়ার হোসেন, এসএম আশাদুজ্জামান, সাইদুর রহমান ও জাহাঙ্গীর আলম, নয়ন কুমার। শেষে বিদায়ী অতিথি ইউএনও আহসান হাবিবকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেষ্ট দিয়ে সংবর্ধিত করেন।