গাইবান্ধা প্রতিনিধিঃ সাঘাটা উপজেলা প্রশাসন ও জেলা তথ্য কমিশনের যৌথ উদ্যোগে বুধবার উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার। উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার ঘোষের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচিতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এ এইচ এম গোলাম শহীদ রঞ্জু, এডিসি (রাজস্ব) শফিকুল ইসলাম, টিএইচও বশির আহমেদ, সমাজসেবা কর্মকর্তা আবু সুফিয়ান, ভাইস চেয়ারম্যান মমিতুল হক নয়ন, মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন আকতার, ইঞ্জিনিয়ার সাবিউল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান হাবীব প্রমূখ।