গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার গুয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগে সংশ্লিষ্ট বিদ্যালয়ের ছাত্র অভিভাবকরা উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গেছে, সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের গুয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান আহমেদ অতিরিক্ত ছাত্রছাত্রীর নাম তালিকা ভূক্ত করে উপবৃত্তির টাকা ও বিস্কুট উত্তোলন পূর্বক আত্মসাৎ করে আসছেন। তাছাড়া বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী পদে লোক নিয়োগের ক্ষেত্রে ব্যাপক অনিয়ম ও দূনীর্তির আশ্রয় নিয়ে নৈশ্য প্রহরী নিয়োগ দেওয়ার জোর প্রচেষ্টা চালাচ্ছেন। ফলে ছাত্র অভিভাবক ইউনূস আলী মির্জা এসব অপকর্মের প্রতিকার চেয়ে সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এছাড়াও প্রধান শিক্ষক স্কুল না করে প্রতিমাসে সরকারি অর্থ উত্তোলন পূর্বক আত্মসাৎ করে আসছেন। এ ব্যাপারে প্রধান শিক্ষক সুলতান আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, চরে স্কুল করা খুবই কষ্টের। এ ধরনের অভিযোগ আমার বিরুদ্ধে ইতিপূর্বেও হয়েছিল। এর প্রেক্ষিতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও উপজেলা শিক্ষা প্রাথমিক শিক্ষা অফিসার সাহেব তদন্ত করে আমাকে সপ্তাহে ২ দিন স্কুল করতে বলেছেন। আমি ওনাদের নির্দেশ পালন করে আসছি।