গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার সুবাদে সাংবাদিক মোঃ আঃ খালেক মন্ডলকে তার কৃতিত্বের স্বীকৃতি স্বরুপ বেষ্ট পারফরমেন্স এ্যাডওর্য়াড ২০১৬ এ প্রথম স্থানে ভুষিত করা হয়েছে। গত শনিবার ১৫ এপ্রিল বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাব সংলগ্ন বাংলাদেশ শিশু কল্যান পরিষদ মিলনায়তনে দেশের অন্যতম র্শীষ অনলাইন পোর্টাল একুশের আলো ২৪ ডটকমের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী দিবসে বিভিন্ন ক্যাটাগরির মাধ্যমে ১০ জন সাংবাদিককে এ এওর্য়াড প্রদান করা হয়। এতে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার জাতীয় সাংবাদিক সংস্থার সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য, গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সদস্য,বগুড়া থেকে প্রকাশিত দৈনিক আলো প্রতিদিন পত্রিকা ও একুশের আলো ২৪ ডটকম এর গাইবান্ধা জেলা প্রতিনিধি, ঢাকা টাইমস অনলাইনের এর গোবিন্দগঞ্জ প্রতিনিধি মোঃ আঃ খালেক মন্ডল ১ম স্থান অর্জন করায় তাকে সেরা নির্বাচিত করে একটি ক্রেষ্ট ও বেষ্ট পারফরমেন্সর স্বীকৃতি সনদপত্র দিয়ে সন্মননা প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে ১০ জন সাংবাদিক ছাড়াও র্যাব,পুলিশ, সমাজ সেবক ইত্যাদি পেশায় বিশেষ অবদানের জন্য সন্মননা প্রদান করা হয়। একুশের আলো ২৪ ডটকম এর প্রকাশক ও সম্পাদক এবং জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব সাজ্জাদুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিচারপতি মমতাজ উদ্দিন আহম্মেদ, চেয়ারম্যান বাংদেশ প্রেস কাউন্সিলর, মোঃ আবুল কালাম আজাদ, ব্যবস্থাপক পরিচালক ও প্রধান সম্পাদক বাংদেশ সংবাদ সংস্থা, এ্যাডঃ আলতাফ উদ্দিন আহম্মেদ, এ্র্যাডিশনাল এ্যাটর্নী জেনারেল ও প্রসিকিউটার আন্তর্জাতিক ক্রাইম ট্রাইবুনাল-১ সুপ্রীম কোর্ট, মোঃ আলতাফ হোসেন, সভাপতি জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটি, ্এ্যাডঃ মোহম্মদ আলী, সুপ্রীম কোর্ট লীগাল এডভাইজার হিউম্যান রাইটস, ক্রাইম ওর্য়াচ, এ্যাডঃ ইশরাত হাসান, বাংলাদেশ সুপ্রীম কোর্ট, পীরজাদা গোলাম কবীর মাহমুদ, সভাপতি বাংলাদেশ কৃষক পরিষদসহ বিভিন্ন অতিথিবৃন্দ।